ভারতে রথযাত্রায় নিহত ৩

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জুন ২০২৫, ০১:৫৪ পিএম

ভারতের উড়িষ্যার পুরিতে রথযাত্রায় পদদলিত হয়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। রোববার এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। রোববার স্থানীয় সময় ভোর ৪টা ৩০ মিনিটের দিকে পুরিতে জগন্নাথ মন্দির থেকে তিন কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরের কাছে এ ঘটনা ঘটে। যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুইজন নারী ও অপরজন পুরুষ।


ইকোনমিস্টের চোখে বর্ষসেরা বাংলাদেশ

এনডিটিভি জানায়, দেবতা জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার মূর্তি নিয়ে তিনটি বিশাল কাঠের রথ গুন্ডিচা মন্দির পার হওয়ার সময় ঘটনাটি ঘটে।


রথযাত্রার সময় অনেক ভক্ত জড়ো হয়। একপর্যায়ে অনেকে রথের দড়ি ধরার জন্য প্রতিযোগিতা শুরু করলে হুড়োহুড়ি শুরু হয়। এসময় ভিড়ের চাপে অনেকে পদদলিত হন। তিনজন ঘটনাস্থলেই মারা যান।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তারা জানান, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও অতিরিক্ত ভিড় সামলানো কঠিন হয়ে পড়েছিল।