যুদ্ধ বন্ধে বৈঠকে বসছে রাশিয়া-ইউক্রেন

ছবি : সংগৃহীত
২২ জুলাই ২০২৫, ০৩:৫৪ পিএম
যুদ্ধবিরতি নিয়ে আগামী বুধবার আলোচনায় বসতে যাচ্ছে ইউক্রেন ও রাশিয়া। স্থানীয় সময় সোমবার এক ভাষণে একথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর জিও নিউজের।
কোরআনের কসম, বিজেপির সঙ্গে আঁতাত করিনি : ওমর আবদুল্লাহ
তুরস্ক সরকারের একজন মুখপাত্র বলেছেন, ইস্তাম্বুলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। যুদ্ধ বন্ধে এরআগের দুই দফা আলোচনা ব্যর্থ হয়।
নতুন আলোচনার প্রস্তাবকারী জেলেনস্কি আরো বলেন, বৈঠকের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। তবে রাশিয়া তাৎক্ষণিকভাবে আলোচনার বিষয়টি নিশ্চিত করেনি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে চুক্তিতে পৌঁছাতে ৫০ দিন সময় দিয়েছেন। অন্যথায় মস্কোকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বর্তমানে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা রয়েছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সবশেষ আক্রমণের পর নতুন দফা আলোচনার ঘোষণা এসেছে। হামলায় বেশ কয়েকটি স্থানে আগুন ধরে যায়।
নাম প্রকাশ না করার শর্তে ইউক্রেনের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ইস্তাম্বুল আলোচনায় সম্ভবত বন্দী বিনিময় এবং জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্ভাব্য বৈঠকের নিয়ে কথা হতে পারে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এরপর চলতি ২০২৫ সালের ১৬ মে এবং ২ জুন ইস্তাম্বুলে যুদ্ধবিরতি নিয়ে বেঠক হয়। তবে তাতে কোন অগ্রগতি হয়নি।
এমন পরিস্থিতিতে গত শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য সবকিছু করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি এড়িয়ে চলা থেকে রাশিয়াকে বিরত থাকতে হবে।


