সূফি সাধু নাসির উদ্দীনের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

সাদুল্লাপুর সূফি দরবার শরীফে এই জন্মবার্ষিকী পালিত হয়

সারাদেশ ডেস্ক

১৩ নভেম্বর ২০২৪, ০৮:০৮ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সিকোটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দেশের খ্যাতিমান কৃষি উদ্যোক্তা সূফি আলহাজ নাসির উদ্দিন সরকারের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।


ডিআরইউ’র নতুন সভাপতি সালেহ, সম্পাদক সোহেল

মঙ্গলবার (১২ নভেম্বর) সাদুল্লাপুর সূফি দরবার শরীফে এই জন্মবার্ষিকী পালিত হয়। জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন গণসচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়। এর মধ্যে ছিল মিলাদ মাহফিল, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও পদক বিতরণ ইত্যাদি।


সাংবাদিক মাহবুব আলম লাভলুর সভাপতিত্বে ও সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক সামসুল আলম জুলফিকারের সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ নাসির উদ্দিন সরকার, বিশেষ অতিথি সৎসঙ্গ ফাউন্ডেশনের উপদেষ্টা পুলিশ ইন্সপেক্টর কবি সেলিম মিয়া, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক প্রমুখ।
এ সময় হযরত সোলেমান শাহ লেংটাজী মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা, চাঁদপুর জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের আহবায়ক লোকমান হোসেন হাবীবসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

মিলাদ