সিদ্ধিরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি : আওয়ার বাংলাদেশ

বিশেষ প্রতিনিধি

১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ পিএম

৫ আগস্টের গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন নারায়নগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


আজ থেকেই চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’

এসময় তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক দলীয় নেতাকর্মীদের চলতে হবে। নির্দেশ উপেক্ষা করে কোনো ধরনের সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ডে কেউ লিপ্ত হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তাই সকলকে আহবান জানান এ ধরনের অন্যায় হতে বিরত থাকতে।


আফজাল হোসেনের সভাপতিত্বে ও মেহেদি হাসানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যকালে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর জেল-জুলুম সহ্য করে দলের জন্য পরিশ্রম করেছি। প্রয়োজন হলে বাকি জীবন দলের জন্য বিলিয়ে দিবো।

৩নং ওয়ার্ডের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে ও মেহেদি হাসানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম, ৬নং ওয়ার্ডের সভাপতি অকিল উদ্দীন ভুঁইয়াসহ সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার নেতাকর্মীরা।