সিদ্ধিরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি : আওয়ার বাংলাদেশ
১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ পিএম
৫ আগস্টের গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন নারায়নগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দীর্ঘ যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
এসময় তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক দলীয় নেতাকর্মীদের চলতে হবে। নির্দেশ উপেক্ষা করে কোনো ধরনের সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ডে কেউ লিপ্ত হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তাই সকলকে আহবান জানান এ ধরনের অন্যায় হতে বিরত থাকতে।
আফজাল হোসেনের সভাপতিত্বে ও মেহেদি হাসানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যকালে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর জেল-জুলুম সহ্য করে দলের জন্য পরিশ্রম করেছি। প্রয়োজন হলে বাকি জীবন দলের জন্য বিলিয়ে দিবো।
৩নং ওয়ার্ডের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে ও মেহেদি হাসানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম, ৬নং ওয়ার্ডের সভাপতি অকিল উদ্দীন ভুঁইয়াসহ সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার নেতাকর্মীরা।


