জাহাজ থেকে ৫ মরদেহ উদ্ধার

সারাদেশ ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৭ পিএম

চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল-বাখেরা নামের একটি জাহাজ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে জাহাজটি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।


ঈদুল আজহায় ছুটি টানা ১০ দিন

খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে জানা গেছে।


চাঁদপুর কোস্টগার্ড‌ কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক বলেছেন, হাইমচর উপজেলার মেঘনার ইশানবালা এলাকায় মালবাহী কার্গো এমভি আল-বাখেরা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ওই পাঁচজনকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করা হয়েছে।