কবরস্থানের জায়গা নিয়ে সংঘর্ষ, আহত ১২

প্রতীকী ছবি
১২ জানুয়ারী ২০২৫, ০৪:০৪ পিএম
ফরিদপুরের নগরকান্দায় কবরস্থানের জায়গা নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছে। গত শনিবার সকালে উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ বিলনালিয়া গ্রামের মালেকের মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকান ভাঙ্চুরের অভিযোগ পাওয়া গেছে।

ইজতেমায় নিরাপত্তা জোরদার থাকবে : আইজিপি
স্থানীয়রা জানান, দক্ষিণ বিলনালিয়া গ্রামের ছেকেন মাতুব্বর ও হুমায়ুন মাতুব্বরদের পারিবারিক কবরস্থানের জায়গা, শনিবার সকালে জোর পূর্বক দখল করতে যায় দক্ষিণ বিলনালিয়া গ্রামের আলেম মাতুব্বর ও তার ছেলে বকুল মাতুব্বর, উজ্জল মাতু্ব্বর এবং তাদের সমর্থকরা। ছেকেন মাতুব্বর ও হুমায়ুন মাতুব্বর দখলের সময় বাধা দিতে গেলে দেশীয় অস্ত্র ঢাল সরকি রামদা বল্লম ইটপাটকেল নিয়ে হামলা চালায় আলেম মাতুব্বর, বকুল মাতুব্বর ও উজ্জল মাতু্ব্বর এবং তাদের লোকজন। এ সময় দুইপক্ষ সংঘর্ষে লিপ্ত হন, দুইপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১২জন আহত হয়। এর মধ্যে হুমায়ুন গ্রুপের ৭ জন উজ্জল গ্রুপের ৫ জন।
নগরকান্দা থানার ওসি মো. সফর আলী বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি।