জামিন পেলেন বিডিআরের দুই শতাধিক জওয়ান

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ পিএম

রাজধানীর পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় জামিন পেলেন কারাগারে থাকা বিডিআরের (বর্তমানে বিজিবি) অন্তত ২০০ জওয়ান।


জাতীয় কবির নাতির মৃত্যু

রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। মামলার প্রসিকিউটর সরকার নুরে এরশাদ সিদ্দিকী সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, যারা হত্যা মামলায় খালাস পেয়েছেন এবং এই মামলার সাক্ষীরা যাদের নাম বলেননি, তাদের জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিন পাওয়া জওয়ানদের সংখ্যা দুই শতাধিক হবে বলে ধারণা করা হচ্ছে।