৩২ ভাঙল জনতার ঢলে

ছবি : সংগৃহীত
০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৬ পিএম
ভেঙে ফেলার ঘোষণা দিয়ে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ভেতরে প্রবেশ করেছে ছাত্র-জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন দিয়েছে তারা।

মানবিক করিডোর নিয়ে চুক্তি হয়নি
সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বরে শত শত বিক্ষুব্ধ জনতা উপস্থিত হয়ে তাদের ঘৃণা প্রকাশ করছে। বাড়িটি বাংলাদেশের জন্য অভিশাপ আখ্যা দিয়ে ওই বাড়িতে হাজার হাজার লোক জড়ো হয়েছেন। কয়েক হাজার মানুষ বাড়ির ভিতরের প্রবেশ করে বাড়িটি নিশ্চিহ্ন করার জন্য যে যার মত অংশগ্রহণ করছেন। উত্তেজিত জনতা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। খালি হাতে যে যেভাবে পারছেন বাড়ির বিভিন্ন অংশ ভেঙে ফেলছেন। বাড়িটির দরজা জানালাসহ খালি হাতে ভেঙ্গে ফেলছেন। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া দাবি জানিয়ে স্লোগান দিচ্ছেন উত্তেজিত জনতা। শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে উঠেছে ওই এলাকা।
অন্যদিকে, আজ রাতে ছাত্রসমাজের উদ্দেশে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দিবেন বলে ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণার পরই ছাত্র-জনতার মাঝে প্রতিক্রিয়া তৈরি হয়।
অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্টরা ঘোষণা দিয়েছেন, ঠিক যে সময়ে শেখ হাসিনা বক্তব্য দেয়া শুরু করবেন তখনই ধানমন্ডি ৩২ নম্বরে ভবনে ভাঙচুর চালানো হবে।