স্লোগান উঠছে রাষ্ট্রপতির বিরুদ্ধে

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৩ পিএম

রাষ্ট্রপতি বিরোধী স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ধানমন্ডি- ৩২ নম্বর। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ক্ষুব্ধ ছাত্র-জনতাকে রাষ্ট্রপতি মো. মোহাম্মদ সাহাবুদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে দেখা গেছে।


এস আলম পরিবারের ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

‘দফা এক দাবি এক, চুপ্পুর পদত্যাগ’, ‘পদত্যাগ পদত্যাগ, চুপ্পু পদত্যাগ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চায়, খুনি হাসিনার ফাঁসি চায়’ ইত্যাদি শ্লোগান দিতে থাকেন উত্তেজিত ছাত্র-জনতা।


এদিকে বেলা ১১টার দিকে একজন নারী ও পুরুষ ধানমন্ডি ৩২ নম্বরে উপস্থিত হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতার তোপের মুখে পড়েন তারা। পরে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

প্রথমে এক পুরুষ এসে জয় বাংলা স্লোগান দেন। এ সময় তাকে ঘিরে ধরে উপস্থিত উত্তেজিত ছাত্র-জনতা। এ সময় তাকে মারধরও করেন অনেকে। তাৎক্ষণিক উপস্থিত অনেকেই পুরুষটিকে ঘিরে ধরে মানববর্ম তৈরি করেন। পরিস্থিতি শান্ত হলে তাকে সেখান থেকে নিয়ে একটি রিকশায় নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়।

এরপর এক নারীও সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেন। আবার বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র-জনতা। এ সময় তাকে ঘিরে ধরে নানা স্লোগান দিতে থাকেন উপস্থিত জনতা। পরে তাকেও সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়।

ফেসবুকে ঘোষিত ‘বুলডোজার মিছিল’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাত ১০টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়। পুরো এলাকা হয়ে যায় লোকে লোকারণ্য। রাত ১১টার দিকে বাড়িটির সামনে নেওয়া হয় ক্রেন। আর রাত সোয়া ১১টার দিক থেকে বাড়িটি ভাঙার চেষ্টা শুরু হয়। এতে কাজ না হওয়ায় আনা হয় এক্সকেভেটর।

এর আগে রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে মিছিল নিয়ে ঢুকে পড়ে ছাত্র-জনতা। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বঘোষিত অনলাইন বক্তব্যকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়।