হোটেল-রিসোর্ট মালিকদের সঙ্গে জিএমপি হেডকোয়ার্টারে মতবিনিময় সভা

০৪ মার্চ ২০২৫, ০৫:৫৪ পিএম
গাজীপুর মহানগর পুলিশ আইন-২০১৮ যথাযথভাবে প্রয়োগ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মার্চ) জিএমপি হেডকোয়ার্টার কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান।

বাংলাদেশে অনুপ্রবেশকালে দুই ভারতীয় আটক
গাজীপুর মহানগর পুলিশ আইন ২০১৮-এর কার্যকর প্রয়োগ এবং গাজিপুর মহানগর এলাকায় হোটেল, রিসোর্ট ও কটেজগুলোতে যাতে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, অপরাধী আশ্রয় নিতে না পারে এবং হোটেল-রিসোর্টগুলোতে উচ্চস্বরে গান-বাজনাসহ কোন অসামাজিক-অনৈতিক কাজ বা মাদক সংশ্লিষ্ট অপরাধ না চলে সে ব্যাপারে দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করার বিষয়ে মূল্যবান মতামত প্রদান করেন হোটেল-রিসোর্টর মালিক ও অপারেটরগণ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা অঙ্গীকারবদ্ধ এবং এই আইন বাস্তবায়নের মাধ্যমে হোটেল রিসোর্টগুলোর পরিবেশ উন্নয়ন এবং নগরীর শৃঙ্খলা ও শান্তি রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, মো: মহিউল ইসলাম, উপ-পুলিশ কমিশনার, গোয়েন্দা শাখা, উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের ইন্সপেক্টর থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা।