কেসিসি দুই নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

২৩ মার্চ ২০২৫, ১০:১০ পিএম
অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে বিভিন্নভাবে কালক্ষেপণ করছেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা গতানুগতিকভাবে চলবে—এ কথা বলেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এসএম শফিকুল আলম মনা।

অতিরিক্ত লোডশেডিং নিয়ে জ্বালানি উপদেষ্টার ব্যাখ্যা
রবিবার বিকেলে কেসিসি দুই নং ওয়ার্ড বিএনপির আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, "আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে বসে নানান ষড়যন্ত্র চালাচ্ছে ক্ষমতায় আসার লক্ষ্য নিয়ে।"
কেসিসি দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজানের সভাপতিত্বে এবং মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস। এছাড়া আরো উপস্থিত ছিলেন কেসিসি দুই নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাসেল মাহমুদসহ আরো অনেকে।