খানজাহান আলী থানা রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল

ছবি : আওয়ার বাংলাদেশ
২৬ মার্চ ২০২৫, ১২:০১ পিএম
পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনা খানজাহান আলী থানা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্র সংস্কারে মতপার্থক্য দূর করা হবে : আলী রীয়াজ
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ আব্বাস হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক হিটলু।
সভায় বক্তারা বলেন, আমরা আশা করি, খানজাহান আলী থানা রিপোর্টার্স ক্লাবের সাথে জড়িত সকল সাংবাদিক অবশ্যই সাধারণ মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াবেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজ ও জাতির দুর্দশা তুলে ধরবেন।
খানজাহান আলী থানা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রাসেল মাহমুদের সভাপতিত্বে এবং রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেসিসি দুই নং ওয়ার্ড বিএনপির সাবেক আহব্বায়ক মো: এমদাদুল হক, সভাপতি ইকবাল হোসেন মিজান, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন, মো: বেল্লাল, মোঃ মাছুম বিল্লাহ, হাবিবুর রহমান বিপ্লব ও অন্যান্য নেতৃবৃন্দ।