বাউফলে রোগীদের মাঝে ছাত্রদলের সেহরি বিতরণ
.jpg)
ছবি : আওয়ার বাংলাদেশ
২৮ মার্চ ২০২৫, ০২:৪৭ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাউফল পৌর শাখার আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জুবায়ের আল মামুনের উদ্যোগে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেহরি বিতরণ করা হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজন সকলের কাছেই প্রশংসা পেয়েছে।

সরকারে ছাত্র প্রতিনিধিরা কোনঠাসা : তথ্য উপদেষ্টা
বৃহস্পতিবার (২৭ মার্চ) মোট ৭০ জন রোগীর মাঝে সেহরির খাবার বিতরণ করেন তারা।
আয়োজকেরা জানান, ছাত্রদল সবসময়ই মানুষের পাশে আছে এবং আমরা মানুষের হয়েই কাজ করে যেতে চাই। রোগীদের খাবারের নানা ধরনের কষ্ট হয়, তারপরেও অনেকে রোজা থাকে। তাদের নিয়েই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের আয়োজন। আমরা চাই মানুষ ধর্মের দিকে আসুক, সত্যের পথেই চলুক। আমরা মানুষ আমাদের মানুষের কষ্টে পাশে দাড়াতে হবে, আমরা সেই চেষ্টাই করছি।
ছাত্রদলের সাবেক সদস্য জুবায়ের আল (মামুন) বলেন, রমজান আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। অনেক রোগী ও স্বজন আছেন, যারা আর্থিক সংকটে ঠিকমতো সেহেরি করতে পারেন না। তাদের পাশে দাঁড়ান আমাদের নৈতিক দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থী ও জনগণের যৌক্তিক দাবি অধিকার আদায় কাজ করে থাকে। আজকে পবিত্র লাইলাতুল ক্বদর বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে এ উপজেলার বিভিন্ন জায়গা থেকে স্বাস্থ্যসেবা গ্রহণ করে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনেকের বাড়ি যাওয়ার সুযোগ হয় না। এরই পরিপ্রেক্ষিতে বাউফল পৌর ছাত্রদলের উদ্যোগে রোগীদেরকে সেহরি বিতরণ করেছি। ছাত্রদল একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।