চাঁদপুরের মুন্সিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি : আওয়ার বাংলাদেশ
১২ এপ্রিল ২০২৫, ০৫:০৪ পিএম
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (১১ এপ্রিল) সকাল সোয়া ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জামিন পেলেন বিডিআরের দুই শতাধিক জওয়ান
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উত্তর স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই বাজারের একটি হার্ডওয়্যারের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এরপর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। সেখানে পাশাপাশি ১৭টি দোকান ছিল। এর মধ্যে ফার্মেসি, স্বর্ণের দোকান, কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডার, মুদি দোকানসহ বেশ কয়েক রকমের ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। আগুনে পুড়ে ৫ থেকে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী ব্যবসায়ীদের।
অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে। ফায়ার সার্ভিস কর্মকর্তা মোর্শেদ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক মতলব দক্ষিণ ও চাঁদপুর সদরের চারটি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু ততক্ষণে প্রায় ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং সাহায্য-সহায়তার আশ্বাস প্রদান করেন।
মতলব উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের খোঁজখবর নেন।