চানখারপুলে গণহত্যার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা

ছবি : সংগৃহীত
২১ এপ্রিল ২০২৫, ০১:১৮ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে পুলিশ ও আওয়ামী লীগ নেতা কমীদের গুলিতে শিক্ষার্থী আনাস হত্যাসহ অন্যান্যদের হতাহতের ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা।

টেকনাফে ১৯ বনকর্মীকে অপহরণ
সোমবার দুপুরে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানান। এর মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শীঘ্রই শুরু হবে।
চিফ প্রসিকিউটর জানান, চানখারপুলের এসব ঘটনায় পলাতক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ প্রধান নির্দেশ দাতাদের হত্যাকাণ্ডের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।
এ মামলার আসামিরা হলো- ততকালিন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদিপ কুমার চক্রবর্তী, ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমন, কনস্টেবল নাসিরুল ইসলামসহ ৮ জন।
৯০ পাতার প্রতিবেদনে চানখারপুলে আনাস, মানিকসহ ৬টি মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়েছে। এছাড়া শেখ হাসিনার পক্ষ হতে চায়নিজ রাইফেলে ছাত্র জনতার উপর সরাসরি গুলির করার ওয়ারলেস নিদেশনা পাওয়া গেছে। প্রমাণ হিসেবে ১৯টি ভিডিও রেকর্ড, ৭৯ জন সাক্ষী রয়েছেন।