কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ছবি : সংগৃহীত
২৪ এপ্রিল ২০২৫, ০৬:৩৪ পিএম
বাংলাদেশ ও কাতারের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে দোহায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সাংবাদিকতার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: পিআইবি মহাপরিচালক
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দ্বিপাক্ষিক এই আলোচনায় দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করার উপায় নিয়ে মতবিনিময় হয়। প্রধান উপদেষ্টা বাংলাদেশে চলমান রাজনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তুলে ধরেন।
এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতার বিশ্ববিদ্যালয়ে তিনটি শূন্যের একটি বিশ্ব শীর্ষক বিষয়ে ভাষণ দেন। ভাষণে তিনি বিশ্বকে এগিয়ে নিতে থ্রি জিরো ক্লাব গঠনের জন্য তরুণদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, শুধুমাত্র পাঁচজন তরুণ সিদ্ধান্ত নিয়ে থ্রি জিরো ক্লাব গঠনের উদ্যোগ গ্রহণ করতে পারে।