জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের যাত্রা শুরু

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ এপ্রিল ২০২৫, ০৫:৪১ পিএম

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় এ অধিদপ্তরটি প্রতিষ্ঠিত হয়েছে।


পিএসসির নতুন ৭ সদস্যের শপথ

সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আল খায়রুমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন 'জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর' নামে একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করল।গত ডিসেম্বরে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণঅভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করার সিদ্ধান্ত নেয় সরকার।