পরীক্ষা শুরু আগে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ছবি : সংগৃহীত

সারাদেশ ডেস্ক

১০ এপ্রিল ২০২৫, ১১:২৯ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে সিয়াম (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বুধবার বিকেলে তিনটার দিকে উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামে এ ঘটনা ঘটে।


চীন সরকারের প্রথম হাসপাতাল হবে নীলফামারীতে

সিয়াম আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের সৌদি আরবপ্রবাসী আমিনুর রহমানের ছেলে। সে উপজেলা বংশাই স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।


পুলিশ ও পারিবার সূত্রে জানা গেছে, পরীক্ষার আগের দিন লেখাপড়া না করায় বকুনি দেয় তার মা। এই অভিমানে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয় সে। বাড়ির লোকজন দেখে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। খবর পেয়ে পুলিশ কুমুদিনী হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।