বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৯০

নিউজ ডেস্ক

০১ জুন ২০২৫, ০৬:১২ পিএম

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১১৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৭৫৭ এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৩৩ জন। রবিবার (১ জুন) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


একাত্তরের পুনরাবৃত্তি আমরা জুলাইয়ে দেখেছি

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (৩১ মে) দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান পরিচালনা করে ১১৯০ জন আসামিকে গ্রেফতার করেছেন। এ সময় ২টি দেশীয় চায়নিজ কুড়াল, ৫টি কার্তুজ, ২টি এলজি, ২টি কিরিচ, ৩টি ছুরি, ১টি সাবল, ৩টি মুখের মুখোশ এবং ১টি ১৮ ইঞ্চি লম্বা লোহার রামদা উদ্ধার করা হয়।


পুলিশ সদর দফতর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।