ড. ইউনূসকে এতোদিন পূজা করতাম : শাহীদুজ্জামান

১৬ জুন ২০২৫, ১২:৫২ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং নিরাপত্তা বিশ্লেষক অধ্যাপক এম শাহীদুজ্জামান বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে লন্ডন সফর করে আসলেন সেটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। তিনি বলেন, আমি ড. ইউনূসের ওপর আমার আস্থা হারাচ্ছি। তাকে এতোদিন আমি পূজা করতাম। তার পক্ষে সবকিছু বলতাম। কিন্তু আজকে আমি প্রথমবার বলতে বাধ্য হচ্ছি, তিনি এখন অন্যদের হাতের পুতুলে পরিণত হতে পারেন।

শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
এম শাহীদুজ্জামান বলেন, আমার আশঙ্কা হচ্ছে যে—ভারতীয় প্রচণ্ড শক্তিশালী গোয়েন্দা সংস্থা ‘র’ কয়েকজন মানুষের মাধ্যমে, বিএনপির কয়েকজন মানুষের মাধ্যমে এই দেশে আওয়ামী লীগকে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে চেষ্টা করছে। সেখানে এখন ড. ইউনূসকেও টানবে কি-না, আমার আশঙ্কা হচ্ছে।
তিনি বলেন, ড. ইউনূসের লন্ডনে যাওয়ার কোনো দরকারই ছিল না। প্রিন্স চার্লসের কাছ থেকে একটা সামান্য মেডালের জন্য তিনি এত টাকা খরচ করলেন কেন? এগুলো খারাপ লক্ষণ। সবচেয়ে বড় কথা তার মধ্যে নিরাপত্তার ধারণা বলতে কিছুই নেই। সামরিক বাহিনীর ব্যাপারে তার কোনো আগ্রহও নেই। কোনো অযোগ্য লোক থাকলে তাকে তিনি সরাতে চান না। তার অনেক অবদান রয়েছে; তার ক্যাবিনেটে বেশ কয়েকজন ভালো ভালো লোক আছে। কিন্তু কতগুলো অপদার্থও তো রয়েছে। এদেরকে তিনি কিচ্ছু করেন না। উই ক্যান নট এফোর্ড দিস লাক্সারি।