জনগণের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতি : ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন

ছবি : আওয়ার বাংলাদেশ
০৭ জুলাই ২০২৫, ০৮:০৩ পিএম
জনগণ আমাদের শক্তির উৎস। এই জনগণের ভালোবাসা, সমর্থন ও দোয়া নিয়েই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করছি। আর জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির রাজনীতি বলে জানিয়েছেন দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকার প্রধান উপদেষ্টা, কুমিল্লার কৃতিসন্তান, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।
ফিলিস্তিনের পক্ষে উত্তাল ঢাকা
রবিবার (৬ জুলাই) কুমিল্লার বুড়িচং উপজেলার বাক্সমূল ইউনিয়নের ফকির বাজার এলাকায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন আরও বলেন, ‘আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। আমার লক্ষ্য মাদকমুক্ত সমাজ ও শিক্ষার মানোন্নয়ন। আমাদের তরুণরা বই-কলম নিয়ে এগিয়ে যাবে। উন্নয়নের মূলধারায় মিলিত হওয়ার সুযোগ পাবে সবাই।’
এ সময় স্থানীয় বিএনপি, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।