গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট

ছবি : সংগৃহীত
১৪ জুলাই ২০২৫, ০৫:৪৫ পিএম
গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর রূপান্তরের কাজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে। আগামী ৫ আগস্ট জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী। তিনি বলেন, গণভবন একটা ক্রাইম জোন। এখান থেকেই হত্যা, গুম-খুনের পরিকল্পনা করা হয়। ভবনটিকে এমনভাবে জাদুঘরে রূপান্তরিত করা হবে যাতে শেখ হাসিনার ফ্যাসিবাদের বাস্তবচিত্র ফুটে ওঠে।
‘আওয়ামী লীগকে মিছিল করতে দেওয়া হবে না’
সোমবার (১৪ জুলাই) গণভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, গণভবন শুধু দুঃশাসনের প্রতীক নয়, এটা এক ক্রাইম জোন। এখানে বসেই হত্যা, গুম-খুনের পরিকল্পনা করেন ফ্যাসিবাদী হাসিনা। গণভবনকে মূল আদলে রেখেই ফুটিয়ে তোলা হবে হাসিনার ফ্যাসিবাদী শাসনামল। যেখানে ব্যবহার করা হবে অত্যাধুনিক সব প্রযুক্তি। যাতে মানুষ সহজেই স্বৈরাচারের ভয়াবহতা অনুধাবন করতে পারে।
শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের জন্যই জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত থাকবে বলেও জানান উপদেষ্টা।


