সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, ধাওয়া-পাল্টাধাওয়া

২২ জুলাই ২০২৫, ০৪:৪৭ পিএম
শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় তারা সচিবালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটকানোর চেষ্টা করেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
কাতারে ইসরায়েলি হামলায় বাংলাদেশের নিন্দা
মঙ্গলবার (২২ জুলাই) সচিবালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের এক এইচএসসি পরীক্ষার্থী বলেন, “মাইলস্টোন কলেজে এত বড় দুর্ঘটনার পরও সকালে পরীক্ষা স্থগিতের ঘোষণা না দিয়ে রাত তিনটার দিকে সিদ্ধান্ত নেওয়া অযৌক্তিক। আমরা সকালে প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়ে শুনি পরীক্ষা স্থগিত হয়েছে। এমন দায়িত্বহীন শিক্ষা উপদেষ্টা ও সচিবের আর প্রয়োজন নেই—তাঁদের পদত্যাগ চাই।”
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন—“ভুয়া ভুয়া” এবং “আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে”।
সচিবালয়ের প্রতিটি গেটে এখন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ ঢাকা শিক্ষা বোর্ডের সামনে থেকে মিছিল করে সচিবালয়ের ফটকে এসে অবস্থান নেয়। তাদের মধ্যে অনেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়নের দাবিতেও এখানে উপস্থিত হয়েছেন।
সচিবালয়ের প্রবেশপথ বন্ধ থাকায় এর ভেতরে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


