সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে রায়েরবাগে মানববন্ধন

ছবি : আওয়ার বাংলাদেশ
০৯ আগস্ট ২০২৫, ০৯:৩১ পিএম
দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কদমতলী থানা সাংবাদিক ক্লাব। শনিবার (৯ আগস্ট) রাজধানীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে বেলা ১২টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আগুনে পুড়ে অঙ্গার বাসচালক
ক্লাবের সাধারণ সম্পাদক মানবকন্ঠের সোলাইমানের পরিচালনায় সভাপতিত্ব করেন দৈনিক নতুন সময়ের ব্যবস্থাপনা সম্পাদক সুমন চৌধুরী।
মানববন্ধনে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আসগর ইমন।
আলোচিত এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বক্তব্য রাখেন আজকের টাইমসের নিউজরুম এডিটর রাকিব হোসেন মিলন, কালের কণ্ঠের মোস্তাফিজুর রহমান মিলন, এশিয়ান টিভির এম এইচ রনি, বিজনেস জার্নালের সম্পাদক হাসান কবির জনি, সকালের সময়ের মাহমুদুল হাসান, নিউজ টুয়েন্টি ফোরের জাহিদুল ইসলাম সুজন, নিউজ টুয়েন্টি ওয়ানের রনি মজুমদার, কালবেলার ত্বকী, স্বাধীন সংবাদের সম্পাদক আনোয়ার আকাশ ও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকির মাঝি।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেজেন্ট টাইমসের মোল্লা নাসিরউদ্দিন, স্বাধীন সংবাদের বাবলু শেখ, অর্ণব, রুদ্র ও ডেইলি আওয়ার বাংলাদেশের দিপু ভূঁইয়া প্রমুখ।


