দৈনিক খবর সংযোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ছবি : সংগৃহীত
২৮ জুলাই ২০২৫, ০৪:৪০ পিএম
‘সত্যের সঙ্গে’ স্লোগান নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো দৈনিক খবর সংযোগ। সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর বনশ্রীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক জমকালো আয়োজনে পত্রিকাটির মোড়ক উন্মোচন করা হয়।
কর্মবিরতিতে ইসির সব কর্মকর্তা!
সত্যের সঙ্গে ‘দৈনিক খবর সংযোগ’ এক নতুন সংযোজন হিসেবে অগ্রসর হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
আনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুর রহমান, প্রাইম ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রকিবুল হাসান এবং প্রাইম ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার মো. সেলিম হোসেন।
বর্তমান প্রজন্মকে বস্তনিষ্ঠ্য সংবাদ উপহার দিতে খবর সংযোগকে অনুরোধ জানান প্রাইম ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার মো. সেলিম হোসেন।
সম্পাদক শেখ নজরুল ইসলাম বলেন, প্রিন্ট সংস্করণে আমরা আরও গভীর বিশ্লেষণ, গবেষণাধর্মী প্রতিবেদন এবং বহুমাত্রিক সংবাদ উপস্থাপনের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ব্রতী হবো। আমাদের লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়, বরং সচেতন নাগরিক তৈরির মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখা। আপনাদের ভালোবাসা ও আস্থা আমাদের পাথেয়। এই নতুন যাত্রায় আপনাদের পাশে পেয়ে আমরা কৃতজ্ঞ। চলুন, সত্য, ন্যায় ও গণতন্ত্রের পথে একসঙ্গে এগিয়ে যাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘দৈনিক খবর সংযোগ’ এর প্রকাশক ও সম্পাদক শেখ নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক খবর সংযোগের ব্যবস্থাপনা সম্পাদক শেখ সামিন ইয়াসার, বার্তা সম্পাদক মোহাম্মদ নূরুল হক ও যুগ্ম বার্তা সম্পাদক কাউছার খোকন।


