পাথর লুটের ঘটনায় প্রশাসনের যোগসাজশ ছিল : পরিবেশ উপদেষ্টা

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৮ আগস্ট ২০২৫, ০১:০১ পিএম

সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় প্রশাসনের যোগসাজশ ছিল বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।


বাংলাদেশের সুরক্ষায় পাশে থাকবে চীন : রাষ্ট্রদূত

এ সময় তিনি বলেন, এবার সর্বদলীয় ঐক্যের কারণে প্রশাসনের নিশ্চয়ই যোগসাজশ ছিল। তাহলে এখন তারা কীভাবে বের করতে পারে যে পাথরগুলো কোথায়? আবার নীরবতাও ছিল। তারা হয়তো অতটা ঝুঁকি নিতে পারছিল না।


উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় ২ লাখ ঘনফুট সাদা পাথর লুট করা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক ২০০ থেকে ২৫০ কোটি টাকা। পাশাপাশি প্রায় ৬ লাখ ঘনফুট বালু লুটপাট হয়েছে যার বাজারমূল্য প্রায় ২৪০ কোটি টাকা।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি বেশ আলোচনা সৃষ্টি করলে প্রশাসন নানা জায়গায় অভিযান চালিয়ে পাথর উদ্ধার করে আবারও যথাস্থানে ফেলেছে।