প্রক্রিয়া মেনেই পুশ ইন করা হচ্ছে, জানাল বিএসএফ

ছবি : সংগৃহীত
২৮ আগস্ট ২০২৫, ০৬:১০ পিএম
যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই বাংলাদেশে পুশ ইন করা হচ্ছে বলে দাবি করেছেন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরী। তিনি বলেন, শুধু অবৈধ অনুপ্রবেশকারীদেরই নিয়ম মেনে ফেরত পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত ৫৫০ জনকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে এবং আরও ২৪০০ কেসের যাচাই প্রক্রিয়া চলছে। বাংলাদেশ হাইকমিশনও এ বিষয়ে সহযোগিতা করছে।
ট্রাম্পকে যে কারণে ধন্যবাদ দিলেন ড. মুহাম্মদ ইউনূস
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনের শেষ দিনে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে বিএসএফ মহাপরিচালক এ মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্মেলনে বিজিবি মহাপরিচালক অবৈধ পুশ ইন ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে বলেন, মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকসহ অবৈধ অনুপ্রবেশকারীদের জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানো হলে সীমান্তে উত্তেজনা ও মানবিক সংকট বৃদ্ধি পায়। তিনি এ বিষয়ে আন্তর্জাতিক মানদণ্ড ও পূর্বনির্ধারিত প্রক্রিয়া মেনে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
জবাবে বিএসএফ মহাপরিচালক জানান, ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পারস্পরিক সম্মত প্রক্রিয়া অনুযায়ী ফেরত পাঠানো হবে। তিনি দাবি করেন, নিয়মতান্ত্রিক প্রক্রিয়া মেনেই পুশ ইন কার্যক্রম চলছে এবং বাংলাদেশি কর্তৃপক্ষকে এতে সম্পৃক্ত করা হচ্ছে।
চার দিনব্যাপী অনুষ্ঠিত এই সম্মেলনে সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, বিদ্রোহী দমন ও সীমান্ত ব্যবস্থাপনা ইস্যুতে দুই দেশ বিস্তারিত আলোচনা করেছে। উভয়পক্ষই সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।


