ডেমরায় অনুমোদন ছাড়া ভবন নির্মাণের হিড়িক, ব্যবস্থা নিচ্ছে না রাজউক

ছবি : আওয়ার বাংলাদেশ
০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম
রাজধানীর ডেমরা এলাকায় ইস্টার্ন হাউজিংয়ে রাজউকের অনুমোদন ছাড়া নির্মিত হয়েছে একের পর এক বহুতল ভবন। যা শুধু অবৈধই নয়, এখানে বসবাসকারী শত শত পরিবার রয়েছে প্রাণনাশের ঝুঁকিতে।
বিভিন্ন সড়কে অটোরিকশা চালকদের বিক্ষোভ
রাজউকের নিয়ম অনুযায়ী, ঢাকায় ৫০০ বর্গফুটের বেশি জমিতে কোনো ধরণের স্থাপনা নির্মাণ করতে হলে অনুমোদিত প্ল্যান ও ডিজাইন লাগবে। ভবন নির্মাণে মানতে হবে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC)। কিন্তু ডেমরায় দেখা যাচ্ছে, এসব নিয়মের লঙ্ঘন হচ্ছে প্রকাশ্যে।
স্থানীয়দের অভিযোগ, রাজউক মাঝে মাঝে অভিযান চালালেও তা অধিকাংশ সময়ই নামমাত্র জরিমানা ও সামান্য ভাঙচুরে সীমাবদ্ধ থাকে।
অন্যদিকে বৈধ ভবন মালিকেরা বলছেন, টাকা খরচ করে রাজউক থেকে প্ল্যান পাশ করাতে হয়। কিন্তু যাদের কিছুই নেই, তারা প্রকাশ্যে বহুতল নির্মাণ করছে। সংশ্লিষ্ট দপ্তর যদি কঠোর ব্যবস্থা না নেয় তাহলে এত অর্থ খরচ করে বৈধভাবে ভবন তোলার প্রয়োজন কি?
আর্কিটেক্ট ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, রাজউকের অনুমোদন ছাড়া একটি ভবন নির্মাণ মানে ঘরের মধ্যে সক্রিয় বোমা রাখার সমান। না আছে ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা, না মানা হয়েছে নিরাপত্তার ন্যূনতম বিধান। এগুলো ভেঙে পড়তে পারে যেকোনো সময়।
এদিকে অবৈধভাবে নির্মাণ করা ভবন মালিকদের সাথে কথা বললে তারা জানান, ‘সবাই করে তাই আমরাও করছি। খোঁজ নিলে জানতে পারবেন এলাকায় বেশিরভাগ বাড়িই এমন।’
এসব অবৈধ ভবন মালিকদের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কি ব্যবস্থা নিবেন এমন প্রশ্নের উত্তর জানতে বারবার রাজউকে গিয়েও কোনপ্রকার বক্তব্য পাওয়া যায়নি।
রাজধানীর প্রাণকেন্দ্রে এভাবে একটি হাউজিং প্রকল্পের নামে অবৈধ বহুতল ভবন নির্মাণ শুধু নগরায়নের ভবিষ্যৎ বিপন্ন করছে না, বরং হুমকির মুখে ফেলছে শত শত পরিবারকে। প্রশ্ন হচ্ছে, রাজউক কি এখনো ঘুমিয়ে থাকবে, নাকি জাগবে এবং ব্যবস্থা নেবে?


