আগস্টে সড়কে প্রাণহানি ৫০২

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম

আগস্ট মাসে ৪৯৭টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২ এবং আহত হয়েছেন ১২৩২ জন। এ ছাড়া রেলপথে ৩৪টি দুর্ঘটনায় নিহত ৩৪, আহত ৭ এবং নৌপথে ২১টি দুর্ঘটনায় নিহত ২৭, আহত ২২ ও ১৩ জন নিখোঁজ রয়েছেন। আজ বুধবার যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

এতে বলা হয়, আগস্টে সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৫৫২টি দুর্ঘটনায় নিহত ৫৬৩ এবং ১২৬১ জন আহত হয়েছেন। এ সময়ে ১৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৭৬, আহত হয়েছেন ১৪৪ জন। যা মোট দুর্ঘটনার ৩৩.১৯ শতাংশ, নিহতের ৩৫.০৫ শতাংশ ও আহতের ১১.৬৮ শতাংশ।


এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে ১৩২টি সড়ক দুর্ঘটনায় নিহত ১২৮ ও আহত হয়েছেন ৩৩৩ জন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে বরিশাল বিভাগে ১৫টি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ২২ জন আহত হয়েছে।