আগস্টে সড়কে প্রাণহানি ৫০২

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম

আগস্ট মাসে ৪৯৭টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২ এবং আহত হয়েছেন ১২৩২ জন। এ ছাড়া রেলপথে ৩৪টি দুর্ঘটনায় নিহত ৩৪, আহত ৭ এবং নৌপথে ২১টি দুর্ঘটনায় নিহত ২৭, আহত ২২ ও ১৩ জন নিখোঁজ রয়েছেন। আজ বুধবার যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

এতে বলা হয়, আগস্টে সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৫৫২টি দুর্ঘটনায় নিহত ৫৬৩ এবং ১২৬১ জন আহত হয়েছেন। এ সময়ে ১৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৭৬, আহত হয়েছেন ১৪৪ জন। যা মোট দুর্ঘটনার ৩৩.১৯ শতাংশ, নিহতের ৩৫.০৫ শতাংশ ও আহতের ১১.৬৮ শতাংশ।


এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে ১৩২টি সড়ক দুর্ঘটনায় নিহত ১২৮ ও আহত হয়েছেন ৩৩৩ জন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে বরিশাল বিভাগে ১৫টি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ২২ জন আহত হয়েছে।