স্বেচ্ছাসেবী বন্ধু সংগঠন প্রথম বাংলাদেশ-এর আত্মপ্রকাশ

ছবি : আওয়ার বাংলাদেশ

নিউজ ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম

১৯৮৮ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী জাতীয়তাবাদী আদর্শের অনুসারী সহপাঠীদের নিয়ে গঠিত হয়েছে স্বেচ্ছাসেবী বন্ধু সংগঠন ‘প্রথম বাংলাদেশ’। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট ৮ম তলার সেমিনার কক্ষে আয়োজিত বন্ধু মিলনমেলায় সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।


জাতীয় নির্বাচন ডিসেম্বরে হওয়া উচিত : সেনাপ্রধান

সংগঠনটি ২০২১ সালের ১৯ জানুয়ারি (শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন) থেকে এ যাবৎ ‘জাতীয়তাবাদী পরিষদ ৮৮’ নামে কার্যক্রম পরিচালনা করে আসছিল। দেশব্যাপী সরকারি কলেজসমূহের ছাত্র সংসদের ভিপি, জিএস, এজিএস, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভার নির্বাচনে অংশগ্রহণকারী এবং বিভিন্ন সময়ে জাতীয়তাবাদী দলের নানান কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এই সংগঠনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।


উল্লেখ্য, জাতীয়তাবাদের ধারক-বাহক বিএনপির কর্মকাণ্ডকে মাঠপর্যায়ে বাস্তবায়ন ও সামাজিক-মানবিক কর্মকাণ্ডে সহযোগী হিসেবে কাজ করার অঙ্গীকার নিয়ে এই সংগঠন এগিয়ে যাবে।

এডমিন প্যানেলের সদস্য দেওয়ান মাইনুদ্দিন বিপ্লবের সভাপতিত্বে গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আমানত হোসেন আমান, মিডিয়াব্যক্তিত্ব ও সংগঠক আরিফ আমান ভুইয়া, গ্রুপ ক্রিয়েটর মো: হাসান আলী রেজা দোজা ও অনলাইনে যোগ দেন আমেরিকাপ্রবাসী সদস্য এহসানুল হক এহসান।

এছাড়াও বক্তব্য রাখেন যশোর জেলা থেকে রফিকুল ইসলাম সঞ্জয়, খুলনার তিতাস, মেহেরপুরের আনোয়ার, ঢাকার বন্ধু বাবুল আহমেদ, চিনু, মানিক, শফিক, হাফিজ শহীদ, তৌফিক, মুসলিম, ফরিদপুর জেলার ভিপি সিরাজ, রফিকুজ্জামান, জামালপুরের যুবায়ের, কুমিল্লার আবুল কালাম আজাদ, ব্রাহ্মণবাড়িয়ার সালাম, নোয়াখালীর টিটু, লক্ষীপুরের ইউসুফ, কুমিল্লার জেরীন, চাঁদপুরের সোহাগ পাঠান, বরিশাল বিভাগ থেকে ফিরোজ, জাকির, পিরোজপুরের নাজমুল ফরিদ, বগুড়া থেকে ভিপি মাসুম, সিরাজগঞ্জ এর ভিপি সালাউদ্দিন, পাবনার মাসুদ, শহীদুল প্রমুখ।