আন্তর্জাতিক অঙ্গনে গৌরব ছড়ালেন ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম

১৫ অক্টোবর ২০২৫, ০৬:৪২ পিএম
অর্থোপেডিক সার্জারী বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, এম.এস (অর্থো), এফ.আই.সি.এস (ইউ.এস.এ), এফ.এ.সি.এস (আমেরিকা), এ.পি.এস.এস ফেলোশিপ (হংকং), এবং পেডিয়েট্রিক অর্থোপেডিক ফেলো (পুনে, ইন্ডিয়া), বিশ্বের অন্যতম বৃহত্তম ও স্বনামধন্য সার্জিক্যাল সোসাইটি “হাউস অব সার্জনস” খ্যাত আমেরিকান কলেজ অব সার্জনস (এ.সি.এস) কর্তৃক সম্মানজনক এফ.এ.সি.এস (ফেলো অব দ্য আমেরিকান কলেজ অব সার্জনস) উপাধি অর্জন করেছেন।
জুলাই শহীদদের জন্য জাতীয় মসজিদে বিশেষ দোয়া
এই অর্জনের স্বীকৃতিস্বরূপ তিনি যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠিতব্য আমেরিকান কলেজ অব সার্জনসের ক্লিনিক্যাল কংগ্রেস ২০২৫-এর সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উক্ত আন্তর্জাতিক কংগ্রেসে তিনি সফলভাবে দুটি সায়েন্টিফিক পেপার উপস্থাপন করেন, যা বাংলাদেশের অর্থোপেডিক চিকিৎসা বিজ্ঞানের আন্তর্জাতিক অঙ্গনে সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেছে।
সমাবর্তন শেষে নিউইয়র্কে “শেরপুর জেলা সমিতি ইউ.এস.এ ইনক” কর্তৃক শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি ইউ.এস.এ শেরপুর জেলা সমিতির সভাপতি জনাব আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি জনাব হাফিজুর রহমানের সঞ্চালনায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এর পূর্বে তিনি ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জনস (আই.সি.এস), আমেরিকা কর্তৃক এফ.আই.সি.এস ফেলোশিপ, এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি (এ.পি.এস.এস) কর্তৃক মনোনীত হয়ে হংকং ইউনিভার্সিটির কুইন মেরি হাসপাতাল থেকে এ.পি.এস.এস ফেলোশিপ এবং ভারতের সানচেতি ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড রিহ্যাবিলিটেশন (এস.আই.ও.আর), পুনে থেকে পেডিয়েট্রিক অর্থোপেডিক সার্জারিতে ফেলোশিপ অর্জন করেন।
অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের কৃতি সন্তান। তিনি মরহুম কফিল উদ্দিন মন্ডল ও সুলেমা খাতুনের একমাত্র পুত্র। শিক্ষাজীবনে তিনি মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়, ঝিনাইগাতী থেকে এস.এস.সি, ঢাকা নটরডেম কলেজ থেকে এইচ.এস.সি, এবং বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকা মেডিকেল কলেজ থেকে এম.এস (অর্থো) ডিগ্রী অর্জন করেন। চিকিৎসা পেশার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।
তিনি ‘শিকড় ঝিনাইগাতী’ সংগঠনের সাংগঠনিক সম্পাদক, শেরপুর ডায়াবেটিক সমিতি, শেরপুর হার্ট ফাউন্ডেশন, শেরপুর রোটারি ক্লাব, শেরপুর ক্লাব, রোটারেক্ট ক্লাব, ও শেরপুর হাজী কল্যাণ সমিতি-এর আজীবন সদস্য। এছাড়াও তিনি রক্ত সৈনিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য। অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলামের এই আন্তর্জাতিক সাফল্য বাংলাদেশের চিকিৎসা অঙ্গনে এক গৌরবোজ্জ্বল সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।


