চার দিনের রিমান্ডে সাবেক সিইসি নুরুল হুদা

ছবি : সংগৃহীত
নিউজ ডেস্ক
২৩ জুন ২০২৫, ০৫:৩০ পিএম
প্রহসনের নির্বাচন আয়োজন করার অভিযোগে শেরেবাংলানগর থানায় করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মালিবাগে নবদম্পতির মরদেহ উদ্ধার
আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
এদিন আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। আর আসামিপক্ষ জামিন আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রবিবার রাতে কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ।