তারেক রহমানের পক্ষে বগুড়ায় ছাত্রদলের গণসংযোগ

ছবি : আওয়ার বাংলাদেশ

এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)

২০ নভেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় মেতে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৯ নভেম্বর) উপজেলার সাবগ্রাম এলাকায় প্রচারণা মিছিল ও গণসংযোগ করে বগুড়া জেলা ছাত্রদল। এ সময় সাধারণ ভোটারদের মাঝে লিফলেটও বিতরণ করা হয়।


জুলাই শহীদদের জন্য জাতীয় মসজিদে বিশেষ দোয়া

এর আগে বুধবার (১২ নভেম্বর) দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা, শনিবার (১৫ নভেম্বর) কলোনী বাজার এবং সোমবার (১৭ নভেম্বর) কালিতলা বাজার এলাকায় প্রচারণা মিছিল ও গনসংযোগ করে সংগঠনটি। জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম রাকিবুল হাসান পলাশের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন জেলা ও শহর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সাধারণ জনগণের বহুল প্রত্যাশিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করে বগুড়ার কৃতিসন্তান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতাকর্মীরা।