সন্দেহ-অবিশ্বাসে দেশের পরিবর্তন সম্ভব নয় : রিজওয়ানা

ছবি : সংগৃহীত
২২ নভেম্বর ২০২৫, ০১:৪২ পিএম
সন্দেহ ও অবিশ্বাসের ভিত্তিতে দেশের পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি অনুষ্ঠানে অংশ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
ফিরল তত্ত্বাবধায়ক সরকার, পঞ্চদশ সংশোধনী অবৈধ
রিজওয়ানা বলেন, উপদেষ্টা পরিষদ একা কিছু করতে পারবে না, নাগরিকরা নিজেরা পরিবর্তনের উদ্যোগ না নিলে পরিবর্তন আসবে না।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, পুরোনো রাজনীতি ঠিক থাকলে এমন আন্দোলন হতো না। পুরোনোকে নিয়ম ধরে নিলে চলবে না। সন্দেহ এবং অবিশ্বাসকে ভিত্তি করে কোনো পরিবর্তন আনা যায় না।
মানুষ বদলানোর চেয়ে নিয়ম ঠিক করতেই বেশি গুরুত্ব দেন তিনি। তিনি বলেন, নিয়ম ঠিক থাকলে ফলাফল আসবেই। আমরা সেই নিয়মগুলো ঠিক করতে কাজ করছি।
নদী দূষণ রোধে দ্রুত সিদ্ধান্ত আসবে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, দূষণের শুধু একটি অংশ নিয়ে কাজ করলে হবে না, পুরো ব্যবস্থাটাকে সামগ্রিকভাবে (কমপ্রিহেনসিভভাবে) দেখতে হবে।


