কিছু সিক্রেট খবর থাকে, সব জানানো যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত
০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম
আমাদের এখানে কতগুলা সিক্রেট খবর থাকে, সব খবর জানানো যায় না—এমন কথায় বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিদায়ী ভাষণে যা যা বললেন প্রধান বিচারপতি
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমানে বাংলাদেশে কারও কোনও নিরাপত্তা ঝুঁকি নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং বিশেষত যাদের জন্য দরকার, তাদের জন্য বিশেষ যেটা দেওয়া দরকার, ওটার জন্য আমরা প্রস্তুত আছি।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, ঝুঁকিপূর্ণ এলাকার সংখ্যা পরিবর্তন হতে পারে। তালিকা অনুসারে চূড়ান্ত সংখ্যা পরবর্তীতে জানানো হবে।
বডি ওর্ন ক্যামেরার সংখ্যা নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে সংখ্যা নিয়ে কোনো প্রশ্ন নাই। আমাদের যতটা, প্রয়োজন অতটা কিনবো।
প্রয়োজনীয় সংখ্যার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কতগুলো সিক্রেট খবর থাকে, সব জানানো যায় না। আমাদের এখানে কী হাতিয়ার আছে... জানানো যায় না।
গণমাধ্যমকর্মীদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো আলোচনা হয়নি।
নির্বাচনের সময় সীমান্ত নিরাপত্তা জোরদার করার ব্যাপারে মূলত আলোচনা হয়েছে, জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে সংস্থা অথরাইজড তারা (ফোনে) আড়ি পাতবে, আর যারা অথরাইজড না সে আড়ি পাতবে না।
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন পড়া শেষে মন্তব্য করবেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।


