সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম

উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে দেশের সীমান্ত জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত চারপাশ ঘন কুয়াশায় ঢেকে থাকছে। শিশিরবিন্দুর সঙ্গে শরীরকাঁপানো শীত যোগ হয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ ও নিম্ন আয়ের মানুষ।


উত্তরায় বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ১৯

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস, যা আজকের হিসেবে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল বুধবার একই তাপমাত্রা রেকর্ড করা হয় এ জেলায়৷ 


সরেজমিনে দেখা যায়, দিনের বেলা কিছুটা রোদ থাকলেও সন্ধ্যার পরপরই নেমে আসে হিমেল হাওয়া। রাত গভীর হলে ঘন কুয়াশার সঙ্গে ঝরতে থাকে শিশিরবিন্দু। এই তীব্র শীত ভোর পর্যন্ত স্থায়ী থাকে। এতে শ্রমজীবী মানুষ, বিশেষ করে পাথর শ্রমিক, চা শ্রমিক এবং খেটে খাওয়া মানুষেরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। শীতের কারণে অনেকে সকালবেলা কাজে যেতে পারছেন না। জেলার হাসপাতালগুলোতেও শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি।

আবহাওয়া অফিস বলছে, হিমালয়ের খুব নিকটে হওয়ায় প্রতি বছরই শীত মৌসুমে পঞ্চগড়ে তুলনামূলক তীব্র শীত অনুভূত হয়। উত্তর দিক থেকে হিমেল বাতাস প্রবাহিত হলে তাপমাত্রার ওঠানামা দেখা দেয়। গত এক সপ্তাহ ধরে জেলায় তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে।

কথা হয় জেলা শহরের বাসিন্দা দুলাল হোসেন নামে এক বাসিন্দার সঙ্গে, তিনি বলেন, গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা খুব বেশি করতেছে । দিনে রোদ থাকলেও সন্ধ্যার পর থেকে ঠাণ্ডা বেড়ে যায়৷ আমাদের গরীব মানুষদের অনেক কষ্ট হচ্ছে। 

জেলার তেঁতুলিয়ার সাহেবজোত এলাকার বাসিন্দা আদিব হোসেন জানান, দিনের চেয়ে রাতে শীত বেশি পড়ে। সকালে কাজে বের হওয়াও কষ্টকর হয়ে গেছে। কিন্তু বের না হলেও জীবন চলে না। শীতের মাঝেও কাজ করতে হয়। 

পাথর শ্রমিক আকলিম বেগম বলেন, সকালে কাজে আসতে খুব ঠাণ্ডা লাগে, দেরিও হয়। আমরা গরিব মানুষ, কাজে না এলে চলে না। তাই শীতের মধ্যেও কাজ করতে হয়। সরকার তো অনেক কিছুই দেয় বলে,কিন্তু আমরা কখনও চোখেও দেখি না৷

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।