নির্বাচন অনেক কঠিন হবে : তারেক জিয়া

ষড়যন্ত্র মোকাবিলায় ধৈর্য্যের সঙ্গে কাজ করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বলেছেন, আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে, বিশেষত বর্তমানে মাঠে থাকা রাজনৈতিক প্রতিপক্ষের উপস্থিতি না থাকলে পরিস্থিতি আরও জটিল হবে। তার মতে, নির্বাচনকে কঠিন করে তোলার জন্য অনেক ষড়যন্ত্র চলছে এবং নানা অদৃশ্য শক্তি সক্রিয় রয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি” বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।


বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই : ফখরুল

তারেক জিয়া বলেন, “যদি কেউ মনে করেন, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ মাঠে নেই বা দুর্বল, তাহলে তারা ভুল ধারণায় আছেন। ষড়যন্ত্র চলছে এবং এর মোকাবিলার জন্য আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে।”


জনগণের ভোটাধিকারের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, “বিএনপি বিশ্বাস করে জনগণের ভোটে নির্বাচিত সরকারের ওপর, যেখানে মানুষ স্বচ্ছভাবে, নিরাপদে ভোট দিতে পারে। এই ধরনের নির্বাচন অর্জন করতে হলে আমাদের আচরণ, চলাফেরা এবং কথাবার্তা পরিবর্তন করতে হবে।”

তারেক রহমান বলেন, “আমরা কখনও নিশিরাতের নির্বাচন বা ব্যালট চুরির নির্বাচনে বিশ্বাস করি না। আমাদের বিশ্বাস জনগণের ম্যান্ডেটে, যেখানে ভোটারের সুষ্ঠু অংশগ্রহণ নিশ্চিত করা হয়।"

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা চাই জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করতে। ক্ষমতায় যাওয়ার জন্য জনসমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, "পলাতক স্বৈরাচারের মতো ক্ষমতা দখল করে কেউ ক্ষমতায় থাকতে পারে না, বরং জনগণের সমর্থন পেয়ে দেশ পরিচালনার সুযোগ পাওয়া উচিত।"

তারেক রহমান দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সমর্থন অর্জন করতে এবং জনগণের সঙ্গী হয়ে চলতে।