ভাঙার চেয়ে গড়ার দিকে গুরুত্ব দিতে চাই : মাহফুজ
মূর্তি না ভেঙে আমাদের উচিত আমাদের শত্রুদের শক্তির বিপরীতে পাল্টা চিন্তা, শক্তি ও হেজেমনি গড়ে তোলা। ভাঙার প্রকল্প থেকে সরে এসে দিনকে দিন আমাদের গড়ার প্রকল্প হাতে নেয়া উচিত।

ফাইল ফটো
০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৪ পিএম
ভাঙার পড়ে গড়ার সুযোগ এলেও অবিরাম ভাঙার প্রকল্প দেশবাসীর জন্য ভালো ভবিষ্যতের ইঙ্গিত দেয় না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, গড়ার প্রকল্পগুলো খুব দ্রুতই শুরু ও বাস্তবায়ন হবে। নতুন বন্দোবস্তে আমরা ভাঙার চেয়ে গড়ার দিকে গুরুত্ব দিতে চাই।

অন্তর্বর্তী সরকারের বয়ানে ১০০ দিনের সাফল্য
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে মাহফুজ আলম এসব কথা বলেন। তিনি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপকে নিছক ভাঙা নয়, বরং বিকল্প গড়ার লড়াই হিসেবেও উল্লেখ করেন।
মাহফুজ আলম পোস্টে বলেন, আমরা আঞ্চলিক ও বৈশ্বিক আধিপত্যবাদ মোকাবেলা করছি। নিছক কিছু মূর্তি বা দালান নয়। মূর্তি না ভেঙে আমাদের উচিত আমাদের শত্রুদের শক্তির বিপরীতে পাল্টা চিন্তা, শক্তি ও হেজেমনি গড়ে তোলা। ভাঙার প্রকল্প থেকে সরে এসে দিনকে দিন আমাদের গড়ার প্রকল্প হাতে নেয়া উচিত।
আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে আঞ্চলিক আধিপত্যবাদের এক্সটেনশন বা সম্প্রসারণ হিসেবে আখ্যা দিয়ে আমহফুজ বলেন, আঞ্চলিক আধিপত্যবাদ তার হেজেমনি তৈরি করছে বাস্তবধর্মী রাষ্ট্রকল্পনা, দেশে এবং ডায়াসপোরায় দক্ষ মানবসম্পদ তৈরি এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করে। আমাদের পাল্টা হেজেমনিও এ তিনটি বিষয়ের উপর নির্ভরশীল।
পোস্টে উপদেষ্টা মাহফুজ জানান, সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন শিগগিরই শুরু হবে। আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসন ও জুলাই গণহত্যার বিচারের কাজও চলমান। এ মাসেই এ কাজগুলো আরো গতি পাবে।