পদত্যাগের বিষয়টি চূড়ান্ত হয়নি

নিউজ ডেস্ক

১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫০ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ ছেড়ে নতুন রাজনৈতিক দলের হাল ধরছেন নাহিদ ইসলাম- এমন খবর সম্পর্কে তিনি বলেছেন, বিষয়টি এখনো চূড়ান্ত নয়। গণমাধ্যম এ ব্যাপারে অনুমাননির্ভর তথ্য ছড়াচ্ছে, যা সঠিক নয়। তবে চলতি সপ্তাহেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে আভাস দিয়েছেন তিনি।


প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, হতাশ বিএনপি

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


নাহিদ ইসলাম জানান, নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়টি এখনো চূড়ান্ত নয়। উপদেষ্টা থেকে পদত্যাগ করে দলে যোগদান করবেন কি-না, সেটা আনুষ্ঠানিকভাবে এই সপ্তাহের শেষ দিকে জানাবেন। তবে রাজনৈতিক দলে যোগ দিলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেই যোগ দেবেন বলে জানান তিনি।

নাহিদ বলেন, আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার আগে মিডিয়াতে অনুমানভিত্তিক তথ্য ছড়ানো হচ্ছে। যা ঠিক নয়। তবে নতুন রাজনৈতিক দলে তার যোগ দেওয়ার সম্ভাবনা আছে জানিয়ে তিনি বলেন, বাইরে যারা আছে, বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটি, তারা একটি রাজনৈতিক দলের উদ্যোগের কথা অনেক আগেই বলেছে। আমি আমার জায়গা থেকে বলেছি যে, সেই দলে যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে। সেটা হলে আমি সরকার থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব।

তথ্য ও সম্প্রচার এবং আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামে আগুনের কারণে বার বার মোবাইলের নেটওয়ার্ক টাওয়ার পুড়ে যাচ্ছে। এটা পরিকল্পিত, যা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া অনলাইন প্লাটফর্মে গুজব ছড়ানো হচ্ছে। যা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।