বিএনপিতে চাঁদাবাজ রাখবো না : আমানউল্লাহ আমান

ছবি : আওয়ার বাংলাদেশ
১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৫ পিএম
নব্বইয়ের গণঅভ্যুত্থানের মহানায়ক, ডাকসুর সাবেক ভিপি আলহাজ আমানউল্লাহ আমান বলেছেন, একদিন আগেও আওয়ামী লীগ বলেছিল তারা পালায় না। কিন্তু একদিন পরে কী হলো... এই এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না। যদি বিএনপির কেউ এমন কাজ করে তাকেও আমরা বিএনপিতে রাখবো না। বহিষ্কার করে পুলিশে সোপর্দ করে দিবো।

বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই : ফখরুল
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জ শাক্তা ইউনিয়নের ২২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোসা: রিনাত ফৌজিয়া। আসন গ্রহণ করেন শাক্তা ইউনিয়নের ১নং ওয়ার্ড সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, আফসানা গ্রুপের চেয়ারম্যান জনাব মো. সজীব বেপারী।
কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।