ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক

২৬ এপ্রিল ২০২৫, ১২:১০ পিএম
সংস্কার প্রস্তাব নিয়ে অন্তর্বর্তী সরকারের ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে শুরু হয়েছে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠকে কমিশন সদস্যদের সঙ্গে জামায়াতের ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে।

ঘোষণা দিয়েও জিরো পয়েন্টে আসেনি আওয়ামী লীগ
বৈঠকের আগে কমিশনের পক্ষ থেকে আলী রীয়াজ এবং জামায়াতের পক্ষ থেকে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের প্রেস ব্রিফিং করেন। তারা জানান, এর আগে জমা দেয়া সংস্কার প্রস্তাব বিষয়ে বৈঠকে আলোচনা হবে।
এ সময় জামায়াতে ইসলামের নাযেবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, স্বাধীনতা সার্বভৌম্যত্বের প্রম্নে আমরা কোন দেশের রক্তচক্ষুকে ভয় করি না। গত ১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে নিরন্তর যুদ্ধ চালিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। সেই সাথে ’২৪ এর গণঅভ্যুত্থানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে।
জাতীয় ঐক্যমত কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ বলেন, জাতির আকাঙ্খা পূরণে কাজ করছে জাতীয় ঐক্যমত কমিশন। সেই সাথে সব দলের ঐক্যমতে একটি জাতীয় সনদ তৈরি করতে চাই বলেও জানান তিনি।
এর আগে, গত ২০ মার্চ সংখ্যানুপাতিক নির্বাচন ও দুই কক্ষের সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয় জামায়াতে ইসলামী। সেই সময় সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ বেশ কিছু বিষয়ে মতামতও দেয় দলটি।
আজকের বৈঠকে দলটি নির্দিষ্ট সময় নয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সময় দরকার তার জন্য সরকারকে জামায়াত দিতে চায় বলেও জানান দলটির নেতারা। সংস্কারের জন্য যা সংযোজন, বিয়োজন যা করা দরকার তা করতে হবে বলেও মনে করে জামায়াতে ইসলামী।