কর্মকাণ্ডে ফিরলেন সারোয়ার তুষার

ছবি : সংগৃহীত
২৪ আগস্ট ২০২৫, ০৭:৩১ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে সংগঠনের সকল কর্মকাণ্ডে পুনর্বহাল করেছে সংগঠনটি। একইসঙ্গে তার বিরুদ্ধে জারি করা শোকজ নোটিশ প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত
এতে বলা হয়, গত ১৭ জুন স্মারক নং এনসিপি/কেন্দ্র/শোকজ/২০২৫-২০২৬/০৫ অনুযায়ী সারোয়ার তুষারকে নৈতিক স্থলনের অভিযোগে কারণ দর্শানোর একটি নোটিশ প্রদান করা হয়েছিল। তিনি দলের আহ্বায়ক, সদস্যসচিব, রাজনৈতিক পর্ষদ ও শৃঙ্খলা কমিটির বরাবর লিখিত জবাব দাখিল করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় পর্যবেক্ষণে একান্ত ব্যক্তিগত যোগাযোগের ঘটনাটি নারীর প্রতি সংবেদনশীলতা এবং ন্যায়বিচারের স্বার্থে গভীরভাবে বিশ্লেষণ করা হয়। ফাঁস হওয়া ফোনালাপের ভিত্তিতে শোকজ নোটিশ অনুযায়ী সারোয়ার তুষার দুই মাস এনসিপির সকল সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। এর মধ্যে তিনি জুলাই মাসের দেশব্যাপী পদযাত্রা, জাতীয় ঐকমত্য কমিশনে এনসিপির পক্ষে প্রতিনিধিত্ব, মিডিয়ায় দলের অবস্থান উপস্থাপন, নরসিংদীর পদযাত্রায় অংশগ্রহণসহ সকল কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখেন।
সার্বিক বিবেচনায়, লিখিত জবাব ও আলামতের ভিত্তিতে দুই মাস সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার পর তাকে পুনরায় সংগঠনের সব কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করা হয় এবং কারণ দর্শানোর নোটিশটি প্রত্যাহার করা হয়।
এর আগে, গত ১৬ জুন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। ওই নেত্রীর সঙ্গে তুষারের কথোপকথনের একটি অডিও ফাঁস করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর। জাওয়াদ নির্ঝর দাবি করেন অডিওটি ৪৭ মিনিটের। তবে তিনি ৩ মিনিট ৫০ সেকেন্ডের একটি অডিও নিজের ফেসবুক প্রোফাইলে প্রকাশ করেন।
এর পরদিন, সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এনসিপির পক্ষ থেকে। এতে বলা হয়, সারোয়ার তুষারের বিরুদ্ধে একটি নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হয়েছে। ওই বিষয়ে তার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন জানতে চান।
উত্থাপিত নৈতিক স্খলনজনিত অভিযোগের কারণে তুষারের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’ এবং সে বিষয়ে গঠিত তদন্ত কমিটি বরাবর পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া এতে বিষয়টি নিষ্পত্তি হওয়ার পূর্ব পর্যন্ত সারোয়ার তুষারকে দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ নির্দেশনা মোতাবেক নির্দেশনা দেওয়া হয়।