ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ

ছবি : সংগৃহীত
২৫ আগস্ট ২০২৫, ০৪:৩৬ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ আখ্যায়িত করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তার বাড়ির সামনে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আওয়ামী লীগের সুরে কথা বলছে বিএনপি : নাহিদ ইসলাম
আজ সোমবার সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় সংলগ্ন ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ করেন ছাত্র-জনতা পরিচয়ে কিছু মানুষ।
এ সময়, সেখানে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে।
আন্দোলনকারী ছাত্রদের দাবি- ফজলুর রহমানকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
এদিকে, একই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। নিজ জেলা কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তার দল বিএনপিও তাকে ২৪ ঘণ্টা সময় বেধে দিয়ে শোকজ করেছে।
এদিকে এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে ফজলুর রহমান বলেন, ‘আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি কৃতজ্ঞ, তাদের ভূমিকায় আমি সন্তুষ্ট। আমার বাসা থেকে ফোন করার দশ মিনিটের মধ্যে তারা ব্যবস্থা নিয়েছে। তবে আমি আমার মৌলিক অধিকার পেতে চাই, আমার সাংবিধানিক অধিকার চাই। আমার সন্তানদের নিরাপত্তা চাই।’
তিনি বলেন, ‘মব সৃষ্টি করে আমাকে হত্যার চেষ্টা করা হচ্ছে। আপনারা আমার পুরো বক্তব্য দেখুন, ভুল হলে ক্ষমা চাইব।’


