ফ্যাসিবাদের পুনরুৎপাদন হচ্ছে : জিএম কাদের

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারেননি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, এই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ সরকারের মতো ফ্যাসিবাদের পুনরুৎপাদন করছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পার্টি ঢাকা জেলার কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।


আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সমাবেশে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন, শেরীফা কাদের, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, মনিরুল ইসলাম মিলন প্রমুখ। 


জি এম কাদের অন্তর্বর্তী সরকারের সমালোচনায় বলেন, ‘এ সরকার তো কথায় কথায় ফ্যাসিবাদের কথা বলে। শেখ হাসিনা তার আমলে কী কী ফ্যাসিবাদী কার্যক্রম করেছেন? তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষকে অন্যায়ভাবে জেলে দিয়েছিলেন। কিন্তু এ অন্তর্বর্তী সরকার রাস্তার ফকিরকে, বস্তির মহিলাকে পর্যন্ত অন্যায়ভাবে জেলে রাখছেন; জামিন দিচ্ছেন না।

অকারণে মিথ্যা মামলা দায়ের করে মানুষকে নাজেহাল করছেন। এই সরকারের বিরুদ্ধে কথা বললেই তাকে অ্যারেস্ট করা হচ্ছে। আসল কথা হল, এই সরকার ফ্যাসিবাদের পুনরুৎপাদন করেছেন।’ 

অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্র ধারণ করেছে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারকে আমরা বর্জন করেছিলাম। অথচ সেই ফ্যাসিবাদী চরিত্র হয়ে অন্তর্বর্তীকালীন সরকার আয়নায় প্রতিবিম্বিত হচ্ছে।

কর্তৃত্ববাদী এবং বৈষম্যের সরকার যাকে বলে এ সরকার ঠিক তাই। আওয়ামী লীগের মতো নিজস্ব মতামতের লোকজনকে নিয়ে গোষ্ঠী তৈরি করছেন।’

এই ‘নিজস্ব গোষ্ঠী’ এখন সরকারের ভেতরে বসে সরকার চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এরাই নাকি প্রধান উপদেষ্টার নিয়োগদাতা! তারা এখন সরকার চালাচ্ছে। তাদের কথা হল, জুলাই আগস্টের আন্দোলনের সমস্ত কৃতিত্ব তাদের। তারা যেভাবে চলবে দেশ সেভাবে চলবে। তারা খুব ক্যালকুলেটিভ ওয়েতে পুলিশ, প্রশাসনকে ছিন্নভিন্ন করে দিয়েছে। বিচার বিভাগকে জিম্মির পর্যায়ে নিয়ে গেছে।’ 

অন্তর্বর্তী সরকার মহান মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে এখন ‘একঘরে’ করে রেখেছে বলেও সমাবেশে মন্তব্য করেন জি এম কাদের। তিনি আরো বলেন, ‘এ সরকারের চোখে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধের সবকিছু ছিল খারাপ। সুতরাং এগুলো বর্জন করতে হবে। আর যারা মুক্তিযুদ্ধ বর্জন করবে তারা এ সরকারের চোখে দেশপ্রেমিক।’

মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য মুছে ফেলার এই ধারাবাহিকতায় সামনের দিনগুলোতে ‘অশনিসংকেত’ দেখতে পাচ্ছেন জিএম কাদের। তিনি বলেন, দেশের অর্ধেক অংশকে বাদ দিয়ে একতরফাভাবে নির্বাচন আয়োজন করলে তা দেশ, বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না।