মিথ্যা মামলায় ১২ বছরের সাজা, আদালতে আত্মসমর্পণ এম এ গাফফারের

ছবি : আওয়ার বাংলাদেশ

দিপু ভূঁইয়া (স্টাফ রিপোর্টার)

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম

আদালত প্রাঙ্গণ একজন নাগরিকের ন্যায়বিচার ও আস্থার স্থান। কিন্তু সেই স্থান বিষাদময় হয়ে ওঠে যখন কেউ মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলার শিকার হন। এমনই অভিযোগ করলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম এ গাফফার। দৈনিক আওয়ার বাংলাদেশকে কোর্ট প্রাঙ্গণে তিনি জানান, তার বিরুদ্ধে বর্তমানে ৮০টিরও বেশি মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার মধ্যে চারটি মামলায় মোট ১২ বছর ৬ মাসের সাজা প্রদান করেছেন আদালত।


ঈদের পর নিবন্ধন চাইবে এনসিপি

২০১৮ সালের কামরাঙ্গীরচর থানার বিভিন্ন মামলার প্রসঙ্গ তুলে ধরে এম এ গাফফার বলেন, “সেসময় আমাকেসহ কামরাঙ্গীরচর থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক গায়েবি মামলা দেয়া হয়। মামলা চালাতে গিয়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন। কেউ ব্যবসা হারিয়েছেন, কেউ বিক্রি করেছেন বাড়িঘর।”


প্রসঙ্গত, তার বিরুদ্ধে যেসব মামলার উল্লেখ করা হয়েছে সেগুলো হলো: কামরাঙ্গীরচর থানা মামলা নং: ২৬(০৯)২০১৮, ০৮(১১)২০১৮, ৫৯(০৯)২০১৮, ৫১(১০)২০১৮।

এম এ গাফফার আরও জানান, এই দীর্ঘ আইনি হয়রানির সময় তিনি নিজেও মানবেতর জীবন কাটিয়েছেন। “আমি নিজ বাড়িতেও ঢুকতে পারিনি। বিনা অপরাধে একজন মানুষকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো কতটা কষ্টের তা ভাষায় প্রকাশ করা যায় না।”

তার আইনজীবী নাহিদুল ইসলাম নাহিদ জানান, “আমরা এই মামলাগুলোর বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ায় আপিল করব এবং আদালতের কাছে সুবিচার প্রত্যাশা করি।”

উল্লেখ্য, রবিবার (২৮ সেপ্টেম্বর) মিথ্যা মামলার সাজা মাথায় নিয়ে এম এ গাফফার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-২৩-এ আত্মসমর্পণ করেন। তিনি বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতের কাছে আত্মসমর্পণ করেছি। আমি আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছি।”