ক্ষমতায় গেলে অবাধ এলসি সুবিধা দেবে বিএনপি : আমীর খসরু

ছবি : সংগৃহীত
০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম
বিএনপি ক্ষমতায় আসলে ইমপোর্টের জন্য অবাধ এলসি সুবিধা দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। একইসঙ্গে অযাচিত যত নীতিমালা রয়েছে সব বাদ দেওয়া হবে বলেও জানান তিনি। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘সেন্ট্রাল ফর টেকনোলজি জার্নালিজম’ আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের প্রস্তাব
আমীর খসরু বলেন, ‘স্মার্টফোনের সঠিক মূল্য এখনো দেওয়া সম্ভব হয়নি। অথচ আমরা একটা সময় ডিজিটাল বাংলাদেশের গান শুনতে শুনতে বিরক্তির পর্যায়ে পৌঁছে গেছিলাম।’
মুক্ত বাজার অর্থনীতির জন্য বিএনপি কাজ করবে বলেও উল্লেখ করে বিএনপির এই নেতা।
তিনি বলেন, ‘একইসঙ্গে সবাইকে সমান সুযোগ প্রদানের মাধ্যমেই সেটি নিশ্চিতে কাজ করবে বিএনপি। এমনকি ব্যবসায়ীদের কোনো নীতিমালা গ্রহণ করলে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে।’


