ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পিএম

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরি হয়েছে। শুক্রবার রাতে শহরের খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে।


পদযাত্রা স্থগিত করে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম।


তিনি জানান, বাসায় কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। এখন কি পরিমাণ মালামাল নিয়েছে সেটা আমরা জানতে পারিনি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।