জকসু নির্বাচন ২৭ নভেম্বর

ছবি : সংগৃহীত

ক্যাম্পাস প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ পিএম

বহুল প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগঠন (জকসু) নির্বাচনের রোডম্যাপ। চলতি বছরের ২৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। রোডম্যাপ অনুযায়ী অক্টোবর মাসের ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠন করা হবে এবং কার্যক্রম শুরু হবে। নির্বাচন কমিশন ১১তম দিনে তফসিল প্রস্তুত ও ঘোষণা করবে।


রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি : তথ্য উপদেষ্টা

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই রোডম্যাপ এর কথা জানানো হয়।


রোডম্যাপে উল্লেখ করা হয়, ৮ অক্টোবর ২০২৫ নির্বাচন কমিশন গঠন ও কার্যক্রম শুরু (প্রভিশনাল, বিধি এলে যে অনুযায়ী চূড়ান্ত হবে)। নির্বাচন কমিশন নির্ধারণ করবে ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন, ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জকসু নির্বাচন নীতিমালা ও আচরণ বিধি প্রণয়ন, জকসু নির্বাচন তফসিল প্রস্তুত ও ঘোষণা, ভোটার তালিকা প্রস্তুত, খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভোটার তালিকা সংশোধন (আপত্তি/অন্তর্ভুক্তিসহ), চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, কমিশন নির্ধারণ করবে, মনোনয়ন জমা দান, মনোনয়ন বাছাই, মনোনয়নে আপত্তি (যদি থাকে) নিষ্পত্তিকরণ, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, প্রচার।

তাছাড়া আরও উল্লেখ করা হয়, ভোটগ্রহণ ও অফিসিয়াল ফলাফল প্রকাশ করা হবে ২০২৫ সালের ২৭ নভেম্বর।