জকসু নির্বাচন ২৭ নভেম্বর

ছবি : সংগৃহীত
১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ পিএম
বহুল প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগঠন (জকসু) নির্বাচনের রোডম্যাপ। চলতি বছরের ২৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। রোডম্যাপ অনুযায়ী অক্টোবর মাসের ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠন করা হবে এবং কার্যক্রম শুরু হবে। নির্বাচন কমিশন ১১তম দিনে তফসিল প্রস্তুত ও ঘোষণা করবে।
মাদরাসার সভাপতি হতে লাগবে স্নাতক পাস
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই রোডম্যাপ এর কথা জানানো হয়।
রোডম্যাপে উল্লেখ করা হয়, ৮ অক্টোবর ২০২৫ নির্বাচন কমিশন গঠন ও কার্যক্রম শুরু (প্রভিশনাল, বিধি এলে যে অনুযায়ী চূড়ান্ত হবে)। নির্বাচন কমিশন নির্ধারণ করবে ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন, ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জকসু নির্বাচন নীতিমালা ও আচরণ বিধি প্রণয়ন, জকসু নির্বাচন তফসিল প্রস্তুত ও ঘোষণা, ভোটার তালিকা প্রস্তুত, খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভোটার তালিকা সংশোধন (আপত্তি/অন্তর্ভুক্তিসহ), চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, কমিশন নির্ধারণ করবে, মনোনয়ন জমা দান, মনোনয়ন বাছাই, মনোনয়নে আপত্তি (যদি থাকে) নিষ্পত্তিকরণ, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, প্রচার।
তাছাড়া আরও উল্লেখ করা হয়, ভোটগ্রহণ ও অফিসিয়াল ফলাফল প্রকাশ করা হবে ২০২৫ সালের ২৭ নভেম্বর।


