দাবা খেলা নিষিদ্ধ আফগানিস্তানে

প্রতীকী ছবি
১২ মে ২০২৫, ০৪:৪৭ পিএম
আফগানিস্তানে নিষিদ্ধ করা হয়েছে দাবা খেলা। ধর্মীয় কারণ দেখিয়ে খেলাটি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে দেশটির তালেবান সরকার। খামা প্রেসের বরাত দিয়ে খবরটি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

বিসিবি থেকে সবচে’ বেশি বেতন নেন তাসকিন
তালেবান সরকারের ‘পুণ্য প্রচার ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয়’ জানিয়েছে, তাদের ব্যাখ্যায় দাবা ইসলামী শরিয়ত অনুযায়ী ‘হারাম’ বা নিষিদ্ধ। এই সিদ্ধান্তের অংশ হিসেবে আফগানিস্তান দাবা ফেডারেশনকেও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
তালেবান সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দেশজুড়ে সব দাবা-সম্পর্কিত কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। খেলাটি ইসলামী শরিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নির্ধারণ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানান তারা।
ক্রীড়া পরিদপ্তরের মুখপাত্র আতাল মাশওয়ানি বলেন, ইসলামিক শরিয়া আইনে দাবাকে ‘জুয়ার একটি মাধ্যম’ হিসেবে বিবেচনা করা হয়।
তালেবান ২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটিতে সংস্কৃতি, খেলাধুলা ও বিনোদনের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। গত বছর তালেবান সরকার পেশাদার পর্যায়ে মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) বা ফ্রি ফাইটিং নিষিদ্ধ ঘোষণা করে। তাদের মতে, এই খেলাটি অত্যন্ত ‘হিংসাত্মক’ এবং ‘শরিয়া আইনের দৃষ্টিতে সমস্যাযুক্ত’।