ট্রফি জয়ী দল নিয়েই পাকিস্তান সিরিজে বাংলাদেশ

ছবি : সংগৃহীত
১৭ জুলাই ২০২৫, ০৫:৪৮ পিএম
পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজের দল নিয়েই সালমান আলী আগাদের বিপক্ষে খেলবে লিটন দাসের দল। অর্থাৎ সবশেষ সিরিজ থেকে কোনো পরিবর্তন আনেননি নির্বাচকরা।
চ্যাম্পিয়ন মোহামেডানকে হারাল রহমতগঞ্জ
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে হেরে যায় বাংলাদেশ। এরপর ঘুরে দাঁড়িয়ে টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নেয় লিটন দাসের দল। এর মাধ্যমে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো লঙ্কানদের মাটিতে সিরিজ জেতে বাংলাদেশ। ট্রফি নিয়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকায় পা রাখে বাংলাদেশ দল।
এখন তাদের সামনে পাকিস্তান সিরিজের ব্যস্ততা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগামী ২০ জুলাই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাকি ম্যাচ দুটি হবে ২২ ও ২৪ জুলাই। টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার (১৬ জুলাই) বাংলাদেশে পা রেখেছে সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজ রহমান, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।


